বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজা চিরকালের ক্রাইসিস ম্যান ভারতের। দল যখনই বিপন্ন, জাদেজা তখনই আর্বিভূত হন ত্রাতা হিসেবে।
২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সেই অবিস্মরণীয় জুটি ভারতকে প্রায় বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছিল।
মার্টিন গাপ্তিলের একটা লম্বা থ্রো ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি রান আুট হওয়ার কিছু পরেই ফিরে যান জাদেজা। ভারতের স্বপ্নেরও সলিল সমাধি হয়।
এহেন জাদেজা মঙ্গলবারের ব্রিসবেনে মরিয়া লড়াই করলেন। প্রথমে লোকেশ রাহুলের সঙ্গে, পরে কখনও নীতি রেড্ডি, কখনও বুমরাকে নিয়ে জাদেজা প্রায় ফলো অন বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু জাদেজা ফিনিশার নন। শেষ করে আসতে পারেন না ম্যাচ। এটাই ট্র্যাজেডি। এদিন তাঁর কাজ শেষ করে আসেন বুমরা ও আকাশদীপ।
জাদেজা ৭৭ রান করে ফেরেন। তখনও ফলো অন বাঁচাতে ৩৩ রান দরকার ভারতের। লোকেশ রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভারতকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। সতীর্থ জাদেজা সম্পর্কে প্রশংসা উজাড় করে দেন লোকেশ রাহুল, ''ব্রিসবেনের লড়াইয়েরও তো প্রশংসা করলেন তার সতীর্থ লোকেশ রাহুল। বললেন, ''জাদেজা আজ দুর্দান্ত ব্যাট করেছে। বহু বছর ধরে নীচের দিকে ব্যাট করতে নেমে জাদেজা ভাল ব্যাটিং করছে। এটাই তো আমরা জাদেজার কাছ থেকে প্রত্যাশা করি। ও আরও একবার প্রমাণ করল লোয়ার অর্ডারে নেমেও ভাল রান করতে পারে। জাদেজা নামার পরে ওর সঙ্গে মূল্যবান পার্টনারশিপ গড়তে পেরে আমি খুশি।''
এহেন জাদেজা একসময়ে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন। ২০০৫ সালে এক পথ দুর্ঘটনায় জাদেজার মা লতা মারা যান। মা হারানোর শোকে মূহ্যমান জাদেজা ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। তাঁর মা চাইতেন ছেলে একদিন দেশের হয়ে খেলবেন। দূর আকাশে থাকা জাদেজার মা নিশ্চয়ই বাইশ গজে ছেলের লড়াই দেখেন। পঞ্চাশের পরে তরোয়াল চালানোর মতো উদযাপনও জনপ্রিয় ক্রিকেটভক্তদের কাছে।
ভাগ্যিস সেদিন জাদেজা ক্রিকেট ছাড়েননি। না হলে এরকম একজন লড়াকু অলরাউন্ডারকে পেতই না ভারত।
আগে বলছিলাম জাদেজা ট্র্যাজিক নায়ক। ম্যাচ শেষ করে আসতে পারেন না। সেটাই বা বলি কী করে! আইপিএল ফাইনালে শেষ দু'বলে গুজরাট টাইটান্সকে হারানোর মুহূর্ত কে ভুলতে পারে! লোকেশ রাহুল তাঁর সতীর্থ সম্পর্কে বলছেন, ''কী করতে হবে, তা ভালই জানে জাদেজা। আগে জাদেজার বোলিং সম্পর্কে বলা হত। তবে আমার মনে হয় ও ব্যাটার হিসেবেও দারুণ পারফর্মার। ওর সঙ্গে ব্যাটিং আমি উপভোগ করি। অনুশীলনেও জাদেজাকে দেখা দারুণ অভিজ্ঞতা। খুব সহজ করে ম্যাচের পরিকল্পনা করে।''
দেশ হোক বা বিদেশ, জাতীয় দলের হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যখনই বিপদে পড়বে, জাদেজাকে স্মরণ করবে।
#KLRahul#RavindraJadeja#IndiavsAustralia
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ইডেনে নিজের নামে স্ট্যান্ডে আপ্লুত ঝুলন, অজানা কাহিনি শোনালেন সৌরভ...
বিষ্ণুর ভূয়সী প্রশংসা, অস্কারের কোন ভোকাল টনিকে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল? ...
অস্কারের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দু'গোলে পিছিয়ে চার গোলে জয় ইস্টবেঙ্গলের ...
আবার বাদ, বিজয় হাজারেতে মুম্বই দল থেকে ছাঁটাই পৃথ্বী শ...
ফলো অন ধরেই নিয়েছিলেন, আবার ব্যাট করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন রাহুল...
তিন ফরম্যাটেই এবার ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন দু'বারের বিশ্বকাপজয়ী...
তিন ফরম্যাটেই এবার ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন দু'বারের বিশ্বকাপজয়ী...
নতুন ভূমিকায় মহমেডানে ফিরলেন মেহরাজ, চাপ বাড়ল চের্নিশভের ওপর...
কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে ওয়াকওভার পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
ব্রিসবেন টেস্টের মাঝেই চোট পেয়ে বসলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার...
জেমাইমার মারমুখী ৭৩, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেন হরমনপ্রীতরা ...
মহমেডান সেই সাদা-কালোই, মুম্বইয়ের কাছে ঘরের মাঠে হারল চের্নিশভের ছেলেরা ...
১৬ বছরেই কোটিপতি, মহিলাদের আইপিএল নিলামে তাক লাগাল পাক বধের নায়িকা কমলিনী ...
বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বড় বিতর্কে মহিলা ধারাভাষ্যকার, ফেরালেন মাঙ্কিগেট কেলেঙ্কারির স্মৃতি ...
'নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়...', কামানদাগা শটে গোলের পর থেকে চলছে আলবার্তো বন্দনা ...